একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই আসনে তার ভক্ত-সমর্থকের অভাব নেই। যে যার মতো নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যেখানে-সেখানে পোস্টার লাগানোসহ ছোটখাটো আচরণবিধি লঙ্ঘন করছে প্রতিনিয়ত।
নির্বাচনী মাঠে না থাকলেও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি মাশরাফির নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি টেলিফোনে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন।
এই নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েছেন মাশরাফির ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তারা এলাকার বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে মাশরাফির নির্বাচনী পোস্টার অপসারণ করছেন। মাশরাফির নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মী ছাড়াও নির্বাচনে গত একমাস ধরে কাজ করে চলছেন মাশরাফির কয়েকশ তরুণ ভক্ত।
তরুণ ভোটার লিপু খান বলেন, আমরা বুঝতে পারিনি যে দেয়ালে পোস্টার লাগানো অন্যায়। তাই যখন ফেসবুকে দেখলাম মাশরাফি ভাই দেয়ালের পোস্টার তুলে ফেলতে বলেছেন তখন থেকে আমরা সব দেয়ালের পোস্টার তুলে ফেলছি।
হাফিজুল নিলু/আরএআর/আরআইপি