পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচনী প্রচারে না নামায় ঈশ্বরদী উপজেলা কমিটি বিলুপ্ত এবং পৌর কমিটির কার্যক্রম স্থগিত করে পাবনা জেলা কমিটিকে কেন্দ্র থেকে চিঠি দেয়া হয়েছে। বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণার পরও ধানের শীষের পক্ষে মাঠে না নামা এবং উল্টো প্রার্থীর বিরুদ্ধে ভূমিকা রাখায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বিরক্ত। কারণ অতীতে এখানে আভ্যন্তরীণ কোন্দলের কারণে পাবনা-৪ আসনটি আমাদের থাকা সত্ত্বেও হারাতে হয়েছে। এর পুনরাবৃত্তি হোক সেটা কেউ চায় না।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই দ্বন্দ্বের কারণেই বিগত চার বার আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে বলে বিএনপির অধিকাংশ নেতাকর্মী মনে করেন।
গত ২৭ নভেম্বর ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর দলীয় গ্রুপিং মুক্ত করার উদ্যোগ নেয়ার নেতার অভাব রয়েছে। তবে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু যে কোনোভাবে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। কিন্তু বাস্তবে যে তিনটি পক্ষ আছে তারা এখনো মাঠে নামেনি। এই পরিস্থিতিতে জেলা কমিটির উদ্যোগও ব্যর্থ হওয়ার পর কেন্দ্র থেকে কমিটি বিলুপ্তির মত সিদ্ধান্ত আসলো।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, সাধারণ কর্মীদের মধ্যে কোনো মতভেদ নেই, সকলে কাজ করছে। প্রশাসন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমকেএইচ