২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে মানবন্ধন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে শহরের স্টেডিয়াম সংলগ্ন প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন, প্রচার সম্পাদক এম আলম খান কামাল, উপদপ্তর সম্পাদক তরুন কর্মকারসহ অনেকে। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমএএস/এমএস