দেশজুড়ে

৩ মামলার আসামি বিএনপির ১৬৬৮ নেতাকর্মী

বগুড়ায় নাশকতার তিনটি ঘটনায় এক হাজার ৬৬৮ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

গত শুক্রবার রাতে বগুড়া সদর, সোনাতলা ও নন্দীগ্রাম থানায় এ তিনটি মামলা করা হয়।

এর মধ্যে বগুড়া-৬ আসনে মহাজোট প্রার্থী, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপা নেতা নুরুল ইসলাম ওমরের নির্বাচনী পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে ১৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাশাপাশি সোনাতলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় জোড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু, সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ ২৩৪ জনের নাম উল্লেখ এবং আরও ১ হাজার ২০০ অজ্ঞাত বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোনের রানার মোটরসাইকেল বহরে ককটেল ও পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপির ৯৩ জন নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। বগুড়া শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছানাউল্লাহ ছানা শনিবার দুপুরে নিজে বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়েরের কথা স্বীকার করেন।

মামলায় অন্যতম আসামিরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, নুরুল ইসলাম ওমরের ভাই বিএনপি নেতা রোস্তম আলী ও সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ নয়ন প্রমুখ।

বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএস বদিউজ্জামান বলেন, মামলার পর গ্রেফতার অভিযান চলছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সোনাতলা উপজেলার চরপাড়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনায় জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন শুক্রবার রাতে থানায় মামলা করেন।

মামলায় জোড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু, সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ ২৩৪ জনের নাম উল্লেখ ও ১ হাজার ২০০ জন অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ ওই মামলায় আটজনকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনর রানার মোটরসাইকেল বহরে ককটেল পেট্রলবোমা হামলা চালিয়ে ব্যাপক মারপিটসহ মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় বিএনপির ৯৩ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম বকুল বাদী হয়ে বিএনপির ৬১ জনের নাম উল্লেখসহ ৩২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

নন্দীগ্রাম থানা পুলিশের ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ভস্মীভূত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লিমন বাসার/এএম/জেআইএম