বিনোদন

জামালপুরে পৌঁছেছে আমজাদ হোসেনের মরদেহ

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেনের মরদেহ জামালপুরে তার নিজ বাড়িতে এসে পৌঁছেছে। ঢাকা থেকে মরদেহবাহী গাড়িটি পৌরশহরের ইকবালপুরে পৌঁছে শনিবার রাত ৯টায়।

মরদেহ পৌঁছার সঙ্গে সঙ্গে তার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং জেলার সর্বস্তরের মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েন। এ সময় তার বাড়িতে উপচেপড়া ভিড়ের কারণে মরদেহের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

মরদেহ পৌঁছার পরই বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ জামালপুরেরর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।

আমজাদ হোসেনের চার ছেলে সাজ্জাদ হোসেন দোদুল, কল্লোল, মৃদুল, সোহেল আরমান এবং মেয়ে শুকলাসহ অন্য স্বজনরা তার দাফন সম্পন্ন করার জন্য জামালপুরে এসেছেন।

পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা এস এ হক অলিক জানান, রোববার সকাল থেকে জামালপুর উচ্চবিদ্যালয় মাঠে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। সকাল ১০টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমাজাদ হোসেনের ইচ্ছানুযায়ী জামালপুর পৌর গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। এর আগে গেল ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেয়া হয়।

আসমাউল আসিফ/জেডএ