দেশজুড়ে

সোনাগাজীতে দুই আ.লীগ কর্মীকে কুপিয়ে জখম

ফেনীর সোনাগাজীতে দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানান, সকালে দুটি সিএনজি অটোরিকশাযোগে ৮/১০ জন দুর্বৃত্ত বন্দুক, রামদা নিয়ে পশ্চিম পাইকপাড়া চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসে। সেখানে একই এলাকার আব্দুল মালেকের ছেলে খুরশিদ আলম ও বজলুল করিমের ছেলে ইউনুছকে কুপিয়ে গুরুতর জখম করে।

তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান আ খ ম ইসহাক খোকন জানান, আহত খুরশিদ আলম ও ইউনুছ দু’জনই আওয়ামী লীগের কর্মী।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুল আলম জানান, আহতদের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।

সোনাগাজী থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

রাশেদুল হাসান/এফএ/জেআইএম