নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা এলাকায় পোস্টার টাঙানো ও গণসংযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এ সময় ইটের আঘাতে দুইজন আহত ও তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মেরিগাছা বাজারে বিএনপি সমর্থকরা পোস্টার টাঙাচ্ছিলেন। একই সময়ে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ইটের আঘাতে দুইজন আহত হন। তবে তাদের নাম জানা যায়নি। একই সময়ে বিএনপি সমর্থকরা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে র্যাব ও বিজিব সদস্যরাও সেখানে অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না।
রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ