দেশজুড়ে

যশোরে বিএনপির দুই নেতা গ্রেফতার

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে নাশকতার মামলার গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

যশোর কোতয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, নাশকতার মামলার আসামি সাবেরুল হক সাবুকে শহরের দড়াটানা ও মিজানুর রহমান খানকে উপশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মিলন রহমান/আরএআর/পিআর