বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল মোমিন তালুকদার খোকার মনোনয়ন বাতিলের আবেদন করা হয়েছে।
ওই আসনের দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা এম সরওয়ার খান বুধবার বিকেলে নির্বাচন কমিশনে এ ব্যাপারে আপিল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সরওয়ার খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
মুক্তিযোদ্ধা এম সরওয়ার খান জানান, আসন্ন নির্বাচনে বগুড়া-৩ আসনে বিএনপি থেকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মোমিন তালুকদার খোকাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। বিকল্প হিসেবে তার স্ত্রী মাছুদা মোমিনকেও মনোনয়ন দেয়া হয়েছে। খোকার মনোনয়নের ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা খুশি হলেও মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের মানুষ ক্ষুব্ধ হয়েছেন।
এম সরওয়ার খান আরও জানান, ইসিতে দায়ের করা তার আপিলে দুটি কারণ উল্লেখ করেছেন। খোকার পক্ষে তার মেয়ে নাসিমা মোমিন লাকি মনোনয়ন জমা দিয়েছেন। ওই মনোনয়নপত্রে পলাতক খোকার দেয়া স্বাক্ষর নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। এছাড়া হলফনামায় তথ্য গোপন করা হয়েছে।
যেহেতু রাজাকার কমান্ডার আব্দুল মোমিন তালুকদার খোকা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী মামলায় দীর্ঘদিন ধরে পলাতক, সেহেতু পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করা অসম্ভব ব্যাপার। ওই স্বাক্ষর জাল-জালিয়াতির স্বাক্ষর বলে তিনি দাবি করেছেন।
লিমন বাসার/এফএ/এমএস