যশোরের ঝিকরগাছার শংকরপুর এলাকা থেকে দৈনিক দিনকালের শার্শা প্রতিনিধি ও বেনাপোল প্রেসক্লাবের সদস্য মতিয়ার রহমান মতিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়েছে। তবে মতিনের নামে থানায় কোনো মামলা নেই বলে দিনকালের যশোর অফিস থেকে জানানো হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর বাড়ি থেকে বাঁকড়া পুলিশ ফাঁড়ির এসআই মেজবাহ উদ্দিন সাংবাদিক মতিনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদ শেষে সেখান থেকে তাকে থানায় এনে রাখা হয়। এ খবর পেয়ে দিনকালের যশোর অফিস থেকে ঝিকরগাছা থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ওসি তাকে আটকের বিষয়টি জানেন না বলে জানালেও পরে স্বীকার করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মতিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
জামাল হোসেন/আরএআর/এমকেএইচ