গণতন্ত্রের স্বার্থে পুনরায় ভোট দেয়ার দাবী জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের ধানের শীষের প্রার্থী আকবর হোসেন। রোববার দুপুর দেড়টায় দাগনভূঞা পৌরসভার আলাইয়াপুর নিজ বাসভবনে এ দাবী জানান তিনি।
তিনি বলেন, প্রহসনের নির্বাচন করছে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র দখল, জাল ভোট ও নিজদলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় সরকার দলীয় কর্মীরা।
দুটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রায় ৩০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন। আকবর হোসেন বলেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত গণ গ্রেফতার অব্যাহত রয়েছে। তিনি এসবের তীব্র নিন্দা জানান। নির্বাচন বর্জনের বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্ত। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেয়া হবে তাৎক্ষণিক আপনাদের জানিয়ে দেয়া হবে।
এ আসনে আকবর হোসেনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন এক-এগারোর অন্যতম কুশিলব লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী। এছাড়াও আরো ৯ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
ফেনী-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৯শ’ ৫৬ জন। এদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩শ’ ৭৭জন পুরুষ ও ১ লাখ ৯৪ হাজার ৫শ’ ৭৯ জন মহিলা ভোটার রয়েছে। নির্বাচনে এ আসনে ১শ’ ২৬টি ভোট কেন্দ্র ও ৭শ’ ২৩টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রাশেদুল হাসান/এসএএস/জেআইএম