লক্ষ্মীপুরে-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ভোট ডাকাতি’র অভিযোগ এনেছেন। তিনি এ বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করেন। আজ রোববার দুপুর ১ টার দিকে লক্ষ্মীপুরে শহরের গোডাউন রোডের বাসায় প্রেস বিফ্রিংকালে এ দাবি করেন এ্যানি। এর আগে তিনি পুনঃনির্বাচনের দাবি জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।
এ্যানি চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকায় নৌকা প্রার্থী শাহজাহান কামালের সন্ত্রাসীরা ভোটের আগের রাত শনিবার ৮টা থেকে গভীর রাত পর্যন্ত প্রায় সব কেন্দ্রে ৫০-৬০ ভাগ ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকায়। রোববার সকালে কেন্দ্র থেকে প্রাণনাশের হুমকি দিয়ে তারা এজেন্টদের বের করে দেয়।
ইতিপূর্বে সার্বিক পরিস্থিতি এবং প্রতিকূল পরিবেশ বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করেও কোনো প্রতিকার পাননি বলে জানান এ্যানি। এ পরিস্থিতিতে গণতন্ত্র, শান্তি-শৃংঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার অক্ষুন্ন রাখার স্বার্থে ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে পুনঃরায় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি।
এদিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু জানিয়েছেন, ভোট নিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ভয়ভীতির কারণে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজেও ভোট দেননি। তিনি পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার হলেও সকাল থেকে দুপুর পর্যন্ত বাসা থেকে বের হননি।
প্রসঙ্গত, এ আসনে এ্যানির সঙ্গে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বর্তমান সংসদ সদস্যও।
কাজল কায়েস/এমএমআর/জেআইএম