নেত্রকোনা-৩ আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী এবং নেত্রকোনা-৫ আসনের আবু তাহের তালুকদার নির্বাচন বর্জন করেছেন। রোববার বিকেলে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল এবং নেত্রকোনা-৫ আসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল।
নির্বাচন বর্জনের বিষয়ে তারা বলেন, ব্যাপক কারচুপি, পোলিং এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে তাদের বের করে দেয়া, গত রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরার কারণে তারা নির্বাচন বর্জন করলেন।
কামাল হোসাইন/এমএআর/পিআর