সারাদেশের মতো দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং বান্দরবানেও জয়জয়কার আওয়ামী লীগের দুই প্রার্থীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ি থেকে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বীর বাহাদুর উ শৈ সিং স্পষ্ট ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচনে একদম শেষ সংসদীয় (৩০০তম) আসন ছিলো পার্বত্য বান্দরবান। এ আসন থেকে ১ লাখ ৪৩ হাজার ৯শ ৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উ শৈ সিং।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাচিং প্রু ধানের শীষ মার্কা নিয়ে পেয়েছেন ৫৮৭১৯টি ভোট। এছাড়া এই আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী শওকাতুল ইসলাম ১০০৩ এবং ইসলামী ঐক্যজোটের বাবুল হাসান পেয়েছেন ৩৮৭টি ভোট।
নির্বাচনের ২৯৮তম সংসদীয় আসন পার্বত্য খাগড়াছড়ি থেকে নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা মার্কায় পেয়েছেন ২৩৬১১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমা ৫৯২৫৭ ভোট পেয়েছেন।
এছাড়া এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী শহীদুল ইসলাম ভুঁইয়া ৫১২৬৬, জাতীয় পার্টির (জাপা) সোলায়মান আলম শেঠ ২৩৪০, ইসলামি আন্দোলন বাংলাদেশের আব্দুল জব্বার গাজী পেয়েছেন ২৯৩৫ ভোট।
এসএএস/আরআইপি