টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থীসহ চারজন এমপি প্রার্থী জামানত হারাচ্ছেন। মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল হচ্ছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এএম শামসুজ্জামান জানিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ৩১৭। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ মাওলানা মজিবুর রহমান (দেয়াল ঘড়ি)। তার প্রাপ্ত ভোট ১১৩। প্রগতিশীল গণতান্ত্রিক দলের রুপা রায় চৌধুরী (বাঘ)। তার প্রাপ্ত ভোট ১৫৮। ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহিনুর মিয়া (হাত পাখা)। তার প্রাপ্ত ভোট ১০৯৭।
মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএম শামসুজ্জামান জানান, ৩০ ডিসেম্বরের নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৩ লাখ ২২ হাজার ৬৭৩ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৪৪৯ জন ভোট দিয়েছেন। চারজন প্রার্থী প্রাপ্ত ভোটের শতকরা আট ভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় তাদের জামানত বাতিল হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ২৮ হাজার ভোট পেয়েছিলেন।
এস এম এরশাদ/আরএআর/জেআইএম