একাদশ সংসদ নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় সুনামগঞ্জের ৫টি আসনে জামানত হারিয়েছেন ২২ প্রার্থী। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরবরাহ করা নির্বাচনী ফলাফল থেকে এমন তথ্য পাওয়া গেছে।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন (হাতপাখা প্রতীক)। তিনি পেয়েছেন ১৪৩০ ভোট। এছাড়া বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী বদরুদ্দোজা সুজা হারিকেন প্রতীকে ১৮৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জাকের পার্টির আমান উল্লাহ আমানও (গোলাপ ফুল প্রতীক) জামানত হারিয়েছেন। তিনি পেয়েছেন ৪৪৩ ভোট।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামানত হারিয়েছেন মাহমুদ হাসান চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ)। হারিকেন প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৮৭টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হাই হাতপাখা প্রতীকে ৩৫৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এছাড়া গণতন্ত্রী পার্টির গোলজার আহমেদ ২০৮ ভোট ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস কাস্তে প্রতীকে ৩৩৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে জামানত হারিয়েছেন এলডিপির মাহফুজুর রহমান খালেদ। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৫৪১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহিববুল হক আজাদ (হাতপাখা প্রতীক) ৩২৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জাকের পার্টির শাহজাহান চৌধুরী গোলাপফুল প্রতীকে ১২৬ ভোট ও বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ শাহ মুবাশ্বির আলী হারিকেন প্রতীকে ৫১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জামানত হারিয়েছেন তানভীর আহমেদ তাসলিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থী হাতপাখা প্রতীকে ১ হাজার ৫২৯ ভোট পেয়েছেন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ দিলোয়ার (আম প্রতীক) ৪৫৬ ভোট পেয়েছেন। তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান সিংহ প্রতীকে ৩৬৫ ভোট পেয়ে জামানত খুইয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আজিজুল হক রিকশা প্রতীকে ১ হাজার ৪১৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তাছাড়া বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আল হেলাল মো. ইকবাল মাহমুদ হারিকেন প্রতীকে ১১৫ ভোট পেয়েছেন। ফলে তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামানত হারিয়েছেন মো. আশরাফ হোসেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এই প্রার্থী টেলিভিশন প্রতীকে ৮১ ভোট পেয়েছেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিন (ন্যাপ) প্রার্থী আব্দুল ওয়াদুদ কুঁড়েঘর প্রতীকে ৬৩৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল লাঙ্গল প্রতীকে ৫৫১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এছাড়া খেলাফত মজলিসের শফিক উদ্দিন দেয়াল ঘড়ি প্রতীকে ২০৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। গণফোরামের প্রার্থী আইয়ুব করম আলী উদীয়মান সূর্য প্রতীকে ৬৪৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হোসাইন আল হারুন হাতপাখা প্রতীকে ৭৩৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
আরএআর/জেআইএম