পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত অটোরিকশার ধাক্কায় মিঠু সরকার (৪৫) নামে এক রাজমিস্ত্রি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি অটোরিকশা হতে নামার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক ও আরও দুই যাত্রী।
মঙ্গলবার (১ জানুয়ারি) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারের সামনে আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু সরকার নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের আজিজল সরকারের ছেলে। তিনি রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিবুল করিম বলেন, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত মিঠুর পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে সন্ধায় হস্তান্তর করা হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/বিএ