ট্রেনে অগ্নিসংযোগ ও নাশকতার একাধিক মামলায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ আদেশ দেন। আকবর আলী সিরাজগঞ্জ-৪ আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।
এম আকবর আলীর আইনজীবী রফিক সরকার বলেন, এম আকবর আলী ট্রেন পোড়ানো ও নাশকতার অভিযোগে দায়ের করা মোট ১৩টি মামলায় জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক ৭টি মামলায় জামিন মঞ্জুর ও বাকি ৬টি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস