জামালপুরের ইসলামপুরে আ. রাজ্জাক হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালের চর ইউনিয়নবাসীর উদ্যোগে মহলগিরি বাজার থেকে মিছিলটি বের হয়ে মিতালী বাজার হয়ে পুণরায় ওই বাজার ঈদগাহ মাঠে এক পথসভায় মিলিত হয়। এতে গোয়ালের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, সভারচর দাখিল মাদরাসার সুপার মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা আ. রহিম, আনোয়ার হোসেন আনুসহ এলাকার সাধারণ জনগণ বক্তব্য রাখেন। বিক্ষুব্ধ জনতা লেবু ফারাজী, লেচু ফারাজী ও নুরল ফারাজীকে এক রশিতে ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিন উপজেলার গোয়ালের চর ইউনিয়নের গোয়ালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় সমর্থকদের মাঝে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বিএনপি সমর্থকদের হামলায় ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ সমর্থক আ. রাজ্জাক (২৮), আ. জব্বার (৩৬), সফিফুল ইসলাম (২৭), মজিবর রহমান (২৫) ও শাহিন মিয়া (২০) গুরুতর আহত হয়। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আ. রাজ্জাককে ডাক্তার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন আইসিইউতে রাখা হয়। অবশেষে মঙ্গলবার বিকেলে আ. রাজ্জাকের মৃত্যু হয়।
এফএ/পিআর