লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফকিরপাড়ায় পুকুরে ডুবে মাহিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু মাহিন (২) ওই এলাকার ট্রাক ড্রাইভার সহিদারের ছেলে ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মাহিন ও কয়েকজন শিশু বাড়ির উঠানে খেলতে যায়। এরপর থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের পুকুরে মাহিনের নিথর দেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/আরএআর/পিআর