বেশ কয়েক দিন ধরেই প্রচণ্ড শীতে কাঁপছে ভারতের পশ্চিমবঙ্গ। এরই মধ্যে কেউবা মেতে আছেন পিঠে-পুলিতে, কেউবা বেরিয়ে পড়েছেন ঘুরতে। আবার অনেকেই সন্ধ্যার পর বসে পড়ছেন জমিয়ে আড্ডায়। আর শীতের রাতে পাড়ায় পাড়ায় আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা এই বাংলার পরিচিত দৃশ্য।
বোলপুরের এরকমই এক এলাকায় সন্ধ্যা নামতেই শুরু হল ব্যাডমিন্টন খেলা। হঠাৎ করেই সেখানে হাজির হন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাদর গায়েই নেমে পড়েন কোর্টে। যেভাবে রাজনীতির ময়দানে প্রতিপক্ষের মোকাবিলা করেন, ব্যাডমিন্টন কোর্টেও ঠিক সেভাবেই ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, স্ম্যাশ খেলেন প্রতিপক্ষের বিরুদ্ধে।
We love sports. A token game in a village... pic.twitter.com/rSb61JZN4d
— Mamata Banerjee (@MamataOfficial) January 4, 2019পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে সেই খেলার ভিডিও শেয়ার করেছেন। আর তার পরই তা হয়ে গেছে ভাইরাল। ৬৩ বছর বয়সেও দিদির ফিটনেস দেখে খুশি হয়েছেন সবাই। বাদ যাননি বাংলাদেশের মানুষেরাও।
সূত্র : আনন্দবাজার এমএমজেড/এমএস