দেশজুড়ে

বীর বাহাদুরকে পূর্ণ মন্ত্রী দেখতে চান পাহাড়ের মানুষ

পাহাড়ে শান্তি-সম্প্রীতি আর সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে বীর বাহাদুরকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর ১ লাখ ৪৩ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সাল মিলিয়ে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই নেতা।

২০১৪ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস জানান, বীর বাহাদুরের আমলেই পাহাড়ে শান্তির ধারা অব্যাহত আছে। পাহাড়ি, বাঙালি সবাই সহাবস্থানে সুন্দরভাবে জীবন ধারণ করে যাচ্ছে। তাই তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।

এদিকে শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সহ-সভাপতি শফিকুর রহমান, আবদুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর ক্যসাপ্রু মারমা, সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক লক্ষিপদ দাশ ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর। এ সময় প্রধানমন্ত্রীকে তারা বীর বাহাদুরকে পূর্ণ মন্ত্রী করার অনুরোধ জানান।

সৈকত দাশ/এফএ/এমএস