দেশজুড়ে

পূর্ণমন্ত্রী হওয়ার ডাক পেলেন বীর বাহাদুর

বান্দরবান সংসদীয় আসনের ছয় বারের নির্বাচিত এমপি ও প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য বঙ্গভবন থেকে ডাক পেয়েছেন। তার একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার তিনি নতুন সরকারের অন্য মন্ত্রীদের মতো বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সাদেক হোসেন আরও জানান, আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার জন্য বহুল প্রতিক্ষিত ফোন পেলেন বীর বাহাদুর।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর ১ লাখ ৪৩ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সাল মিলিয়ে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই নেতা।

বীর বাহাদুর ২০০২ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের হুইপ নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের সময় তিনি বৃহত্তর চট্টগ্রাম বিভাগে সংগঠনকে সুসংগঠিত করেন।

১৯৮৯ সালে তিনি বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তির আগে এ সংক্রান্ত সংলাপ কমিটির অন্যতম সদস্য এবং তৎকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও ১৯৯৮ সালে উপমন্ত্রীর পদমর্যাদায় প্রথমবারের মতো এবং ২০০৮ সালে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দ্বিতীয় বারের মতো পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সৈকত দাশ/এফএ/জেআইএম/এসজি