দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস শুক্কুর আর নেই

মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস শুক্কুর (৮৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার সকাল ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস শুক্কুর ওই এলাকার মরহুম ইসমাঈল সওদাগরের ছেলে ও টেকনাফ পাইলট হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক।

তার প্রথম সন্তান ডা. এ কে এম রেজাউল করিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান। অপর ছেলে নুরুল করিম রাসেল দৈনিক যুগান্তর ও মোহনা টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি ও টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং আরেক ছেলে সোহাগ পৌর আওয়ামী লীগ নেতা।

এছাড়াও আব্দুস শুক্কুর তার চার মেয়েকে সুশিক্ষিত করে বিয়ে দিয়েছেন। তারা সেখানে স্ব স্ব কর্মে প্রতিষ্ঠিত। ২০১৬ সালে তার স্ত্রী পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, অসংখ্য নাতি-নাতনীসহ বহু স্বজন, গুণগ্রাহী ও অগনিত শিক্ষার্থী রেখে গেছেন। তার মৃত্যুতে টেকনাফ প্রেসক্লাব, পৌর প্রেসক্লাব, টেকনাফ পৌর আওয়ামী লীগ, টেকনাফ উপজেলা যুবলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শিক্ষক সমিত শোক প্রকাশ করেছেন।

বুধবার বাদ এশা নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এফএ/এমকেএইচ