লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১৭ দিন ধরে নিখোঁজ দুই মেয়ের সন্ধান চেয়েছেন তাদের বাবা আব্দুল কাদের মিয়া। গত ২৬ ডিসেম্বর তিনি মেয়েদের সন্ধান চেয়ে হাতীবান্ধা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউপির পশ্চিম কাদমা গ্রামের আব্দুল কাদের মিয়ার দুই মেয়ে ইসরাত জাহান (১৯) ও নুসরাত জাহান (১৭) গত ২৩ ডিসেম্বর ২০১৮ সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন। ১৭ দিন ধরে স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের বাবা কোনো সন্ধান পাননি।
ইসরাত জাহান (১৯) হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজের স্নাতক প্রথম বর্ষ ও তার ছোট বোন নুসরাত জাহান (১৭) ভেলাগুড়ি চেতনার হাট উচ্চ বিদ্যালয়ের থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।
আব্দুল কাদের মিয়া বলেন, সেই দিন সন্ধ্যায় বাজার থেকে এসে দেখি আমার দুই মেয়ে বাড়িতে নেই। অনেক খোঁজাখুজির পর তাদের না পেয়ে থানায় জিডি করি। আমি আমার দুই মেয়ের সন্ধান চাই।
ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি।
এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, পারিবারিক কারণে তারা নিখোঁজ হয়েছেন বলে ধারণা করছি। আমরা তাদের অবস্থান জেনেছি। দ্রুত তাদের উদ্ধার করা হবে।
রবিউল হাসান/আরএআর/এমএস