দেশজুড়ে

কক্সবাজারে বাণিজ্য মেলার পর্দা উঠছে কাল

জমকালো আয়োজনে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার পর্দা উঠছে বৃহস্পতিবার। কক্সবাজার সৈকতের পাশে ঝাউবাগান ঘেরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এতে অতিথি থাকবেন- সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।

এছাড়া উপস্থিত থাকবেন- পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ও মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাসেদুল হক রাসেদ।

মেলা আয়োজক কমিটির কো-চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ বলেন, এবারের মেলা হবে অন্যবারের চেয়ে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ। থাকবে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা। উদ্বোধনীতে গান গাইবেন দেশের খ্যাতনামা শিল্পী শিমুল শীল, আঞ্চলিক গানের খ্যাতনামা শিল্পী মিম ও জোনাকি।

তিনি আরও বলেন, মেলায় বসানো শতাধিক স্টল ও দুটি মুখরোচক খাবারের স্টলের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মেলায় অংশ নেয়া প্যাভিলিয়ন ও সাধারণ স্টলে গার্মেন্ট, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্প, পাটজাত, গৃহস্থালি ও উপহার সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি এবং ফার্নিচার থাকবে।

মেলায় স্বনামধন্য দেশীয় ব্র্যান্ড প্রাণ-আরএফএল, এসিআই, দেশি-বিদেশি কার্পেট, জামদানি ও রাজশাহী সিল্ক শাড়ির প্যাভিলিয়ন রয়েছে। প্রতিদিন মেলা প্রাঙ্গণে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

মেলার নিরাপত্তার বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, বাণিজ্য মেলাকে নিরাপত্তার আওতায় আনতে মেলা প্রাঙ্গণ থাকবে সিসি ক্যামেরার আওতায়। মেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে থাকবে পুলিশের বিশেষ টিম।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম