দেশজুড়ে

২ দিনেও খোঁজ মেলেনি রাতুলের

নাটোরের সিংড়া উপজেলায় নিখোঁজের দুইদিন পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি রাতুল হোসেন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর।

রাতুল উপজেলার চৌগ্রাম ইউনিয়নের দিনমজুর উমর আলীর ছেলে। সে পাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। ছেলের সন্ধান না পেয়ে বুধবার সিংড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন রাতুলের বাবা উমর আলী।

উমর আলী বলেন, আমি দিনমজুরের কাজ করি। আমার ছেলে রাতুল পড়াশোনার পাশাপাশি চৌগ্রাম বাজারে দেলোয়ার হোসেনের মৎস্য আড়তে সহযোগির কাজ করত। মঙ্গলবার সকালে কাজ করার সময় মাছ পরিমাপক যন্ত্র ভেঙে ফেলে। পরে রাতুল সেই পরিমাপক যন্ত্র উপজেলা সদরে মেরামতের জন্য নিয়ে আসার সময় নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে; কিন্তু সন্ধান পাওয়া যায়নি। ছেলের ব্যবহৃত মোবাইলের দুটি নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে উদ্ধারের জন্য পুলিশের সহযোগিতা চাই।

রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ