বগুড়া শহরে অবস্থিত জিলা স্কুলের গুদাম ঘরে রক্ষিত বইয়ে আগুন লেগে কয়েক হাজার বই পুড়ে গেছে। রোববার সন্ধ্যায় হঠাৎ সৃষ্টি আগুনে গুদামে রাখা ৮ম ও ৯ম শ্রেণির প্রায় ৩ হাজার বই পুড়ে যায়। বইগুলো ছিল ২০১৮ সালের পাঠ্যবই।
বইগুলোতে ভুল থাকায় গত বছর বিতরণ করা হয়নি। সেগুলো রেখে দিয়ে নতুন করে সংশোধিত বই বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে।
বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র জানান, জিলা স্কুলের ওই গুদামে প্রায় ৩৫ হাজার বই ছিল। বোর্ডের বইগুলোতে সন্ধ্যায় হঠাৎ করে আগুন লাগার সংবাদ পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস কর্মকর্তারা এসে আগুন নিভিয়ে ফেলেন।
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মতিন জানান, বইগুলো যে কক্ষে রাখা হয়েছিল সেই কক্ষের নিরাপত্তা ছিল না। পেছনের জানালা খোলা। বইগুলোর প্রকেটশনের কোনো ব্যবস্থা রাখা ছিল না। সড়কের পাশে ঘরটি হওয়ায় খোলা জানালা দিয়ে কেউ সিগারেটের আগুন ফেলেছে হয়তো। এ কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি জানান, আগুন নেভাতে পানি ব্যবহার করার কারণে ঘরে রাখা সবগুলো বই নষ্ট হয়ে গেছে।
লিমন বাসার/এমএএস/জেআইএম