কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক বিমানযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আব্দুল্লাহ (৩০) টেকনাফ উপজেলার পুরাতন নয়াপাড়া এলাকার মৃত মাহমুদ উল্লাহর ছেলে। দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আব্দুল্লাহ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, বিমানবন্দর দিয়ে ইয়াবা পাচার হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় বিমানবন্দরের প্রধান ফটকে আব্দুল্লাহর গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করা হয়। পরে তার লাগেজে সাড়ে ৪ হাজার ইয়াবা পাওয়া যায়।
আবদুল্লাহ স্বীকার করেছেন এসব ইয়াবা তিনি ঢাকায় পাচার করতে বিমানের যাত্রী হয়েছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি মো. খায়রুজ্জামান।
সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ