দেশজুড়ে

কক্সবাজারে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

অস্ত্র মামলায় এক যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালত। মঙ্গলবার আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. নুরুচ্ছবি (৩২) পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের চরিপাড়া এলাকার মো. ইসহাকের ছেলে। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ৫টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ নুরুচ্ছবিকে গ্রেফতার করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার তাকে ১৪ বছর কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় নুরুচ্ছবি আদালতে উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ