দেশজুড়ে

৩৭৩ বোতল পরিত্যক্ত ফেনসিডিল উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৭৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ সময় কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক তরিকুল ইসলামের নেতৃত্বে গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ৪৯ ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/এমকেএইচ