গণমাধ্যম

ইমজার সভাপতি পীযূষ, সম্পাদক সেলিম

পেশাদার সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন আরেকটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। জেলায় কর্মরত বিভিন্ন টেলিভশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও রেডিও'র সাংবাদিকদের নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় জেলা শহরের আমিন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যকে সভাপতি ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম পারভেজকে সাধারণ সম্পাদক করে ইমজার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এ সংগঠনটি পেশাগত কাজে সাংবাদিকদের মানোন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করবে। এ আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি আমিরজাদা চৌধুরী ও জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন, সময় টিভির ব্রাহ্মণবাড়িয়ার ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজ, চ্যানেল নাইন ও বার্তা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আল মামুন প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর