দেশজুড়ে

আওয়ামী লীগ নেতাকে হত্যাচেষ্টা, সাতজন কারাগারে

কক্সবাজারের পেকুয়ার এক ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

তারা হলেন- পেকুয়ার মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, মো. সাজিব, জয়নাল আবেদীন, সাহাব উদ্দিন, মাঈন উদ্দিন, আমান উল্লাহ ও সাকের উল্লাহ।

মামলার বাদী সরওয়ার কামাল জানান, তার ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে হত্যাচেষ্টা ও বসতবাড়ি জ্বালিয়ে দেয়ার মামলায় বর্তমান চেয়ারম্যান ওয়াসিমসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. বজলুর রশীদ আখন্দ বলেন, সন্ধ্যার আগে চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে আনা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ