কক্সবাজারের পেকুয়ার এক ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
তারা হলেন- পেকুয়ার মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, মো. সাজিব, জয়নাল আবেদীন, সাহাব উদ্দিন, মাঈন উদ্দিন, আমান উল্লাহ ও সাকের উল্লাহ।
মামলার বাদী সরওয়ার কামাল জানান, তার ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে হত্যাচেষ্টা ও বসতবাড়ি জ্বালিয়ে দেয়ার মামলায় বর্তমান চেয়ারম্যান ওয়াসিমসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. বজলুর রশীদ আখন্দ বলেন, সন্ধ্যার আগে চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে আনা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ