দেশজুড়ে

ভারতীয় পিস্তল ফেলে পালাল দুই চোরাকারবারি

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে একটি ভারতীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া মাঠের মধ্যে দুইজন চোরাকারবারির পিছু ধাওয়া করে পুটখালী বিজিবির টহল দল।

এ সময় চোরাকারবারি দুইজন একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্যে একটি ভারতীয় ওয়ান শুটারগান পাওয়া যায়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ওয়ান শুটারগান বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মো. জামাল হোসেন/বিএ