দেশজুড়ে

এখনও নির্বাচনের পোস্টার ঝুলছে ঈশ্বরদীতে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর। কিন্তু এখনও ঈশ্বরদী শহরের রাস্তাঘাট, অলিগলি, দোকানপাট, স্কুল ও কলেজের সামনে ঝুলছে নির্বাচনী ব্যানার-পোস্টার। অপসারণ করা হয়নি নির্বাচনী পোস্টার। পৌর কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরকার দলীয় প্রার্থীর নির্বাচনী পোস্টারে ছেয়ে আছে পুরো এলাকা। এর মধ্যে ফতে মোহম্মদপুর, শৈলপাড়া, রহিমপুর, পশ্চিমটেংরী, সাঁড়া গোপালপুর, বখশীর চক, অরণকোলা, মধ্য অরণকোলা, পাকশী ইউনিয়নের বিবিসি বাজার, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা, সাহাপুর, আরামবাড়িয়া, ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের সামনে থেকে বকুলের মোড়, কেন্দ্রীয় জামে মসজিদ রোড এলাকায় পোস্টার সবচেয়ে বেশি। কোথাও পোস্টার ছিঁড়ে গেছে, শুধু রশি ঝুলে আছে। আবার কোথাও পোস্টার মাটিতে পড়ে আছে।

ঈশ্বরদী বাজার সড়কে যত দূর চোখ যায় শুধু পোস্টার। কয়েক জায়গায় রশি ঢিল হয়ে মাটি ছুঁয়ে গেছে। স্থানীয় এক দোকানি জানান, পোস্টারগুলো সরাতে এখন পর্যন্ত কোনো লোক আসেনি। এমনকি কেউ নিজ থেকে সরাতে চাইলেও বিভিন্ন ধরনের জবাবদিহির মুখোমুখি হতে হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, কিছু পোস্টার আমার দোকানের দরজার সামনে ঝুলে ছিল। এজন্য গত শনিবার আমি নিজেই পোস্টারগুলো একটু সরিয়েছিলাম। এজন্য স্থানীয় কয়েকজন এসে আমাকে বিভিন্ন কথা বলেছে।

একই ধরনের কথা বললেন বাজার এলাকার ব্যবসায়ী মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, পোস্টারগুলো পৌরসভা থেকেও পরিষ্কার করা হচ্ছে না, আবার নিজেরা পরিষ্কার করতে গেলেও ঝামেলা। দলীয় কোনো লোক দেখলে বিভিন্নভাবে হেনস্তা করেন।

জানা গেছে, নির্বাচনের প্রচারসামগ্রী অপসারণের জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু তা ঈশ্বরদীতে কার্যকর হচ্ছে না।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আহম্মেদ হোসেন ভূঁইয়া এ ব্যাপারে বলেন, তিনি এ সংক্রান্ত নির্দেশনা এখনও পাননি। তবে পোস্টারগুলো ঈশ্বরদী পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার করার কথাও জানান তিনি।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর