গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার দছরের কোলা এলাকায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের নুর আলমের ছেলে আল-মামুন (১৩) ও লাল মিয়া ওরফে লালুর ছেলে মিলন মিয়া (১৪)।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন সরকার বলেন, মামুন ও মিলন বাইসাকেলে করে আত্মীয়ের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছিল। তারা গ্রামের কাঁচা রাস্তা থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর পাকা সড়কে ওঠার সময় সাদুল্লাপুর থেকে আসা গাইবান্ধাগামী প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মামুন নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে মিলনেরও মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানা পুলিশের ওসি আরশেদুল হক বলেন, প্রাইভেটকারটি আটক করে থানায় আনা হয়েছে। গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএম/পিআর