দেশজুড়ে

দলিল লেখকের কাছে চাঁদা নেয়ায় টাইপিস্ট কারাগারে

ঝালকাঠি সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মিজানুর রহমানের কাছে চাঁদা দাবি এবং গোফরান সিকদারের কাছ থেকে চাঁদা নেয়ার সময় পটুয়াখালী সাব রেজিস্ট্রি অফিসের টাইপিস্ট ইসমাইলকে হাতে নাতে আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ।রোববার বিকেলে তাকে আটক করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  এঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা (নং-২১) দায়ের করেছেন। মামলার বিবরণে জানা গেছে, রোববার বিকেলে পটুয়াখালী জেলা রেজিস্ট্রারের সঙ্গে ইসমাইল ঝালকাঠি রেজিস্ট্রি অফিসে আসেন।  এসময় দলিল লেখক মিজানুর রহমানের বিরুদ্ধে আইজিআর অফিস থেকে লাইসেন্সের বিষয়ে তদন্ত আছে বলে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং একই বিষয় উল্লেখ করে অপর দলিল লেখক গোফরান সিকদারের কাছে ৩০ হাজার টাকা দাবি করে। মিজান টাকা দিতে অস্বীকৃতি জানালেও গোফরান তাকে ১০ হাজার টাকা প্রদান করেন।  এসময় ইসমাইল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে পুলিশকে অবহিত করা হয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে।  তখন ইসমাইল তার পকেট থেকে ১০ হাজার টাকা ছুড়ে ফেলে দিলে পুলিশ তা উদ্ধার করে জব্দ এবং ইসমাইলকে আটক করে। এমএএস