নীলফামারীর সৈয়দপুর উপজেলার খামারবাড়ি থেকে স্বামী ও স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বালাপাড়ার আসলাম হাজী, তার ছেলে লাবু, সজল, কাজের মেয়ে রহিমা, প্রতিবেশী রশিদুল ইসলাম ও আব্দুর রশিদ।
এর আগে সকালে ৫নং ওয়াডের বালাপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীল গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। শনিবার গভীর রাতে নিজ বাড়িতে খুন নজরুল ইসলাম ও তার স্ত্রী সালমা খাতুন। এ সময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আবদুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা জানান, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত খামারবাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের ওই কর্মচারী। সৈয়দপুর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ওই কর্মচারী।
এ বিষয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ছয়জনকে আটক করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এএম/আরআইপি