মাদকের ক্রেতা সেজে বগুড়ার ধুনট উপজেলায় সাড়ে ১২ লিটার চোলাই মদসহ নগেন রবিদাস (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
নগেন রবিদাস উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের অধিন রবিদাসের ছেলে। রোববার দুপুরে তাকে গ্রেফতারের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নগেদ রবিদাস দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে নিজ বাড়ি থেকে চোলাই মদ বিক্রির প্রস্তুতি নেয়। এ সময় সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকের ক্রেতা সেজে সাড়ে ১২ লিটার চোলাই মদসহ নগেন রবিদাসকে গ্রেফতার করে।
ধুনট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগেন রবিদাসের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
লিমন বাসার/এএম/পিআর