দেশজুড়ে

বাবার গাড়ি চাপায় মেয়ের মৃত্যু

বাবার ট্রলির চাকায় চাপা পড়ে সানজিদা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে। শিশু সানজিদা আক্তার উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের সহিদুল ইসলামের একমাত্র মেয়ে।

বাবা সহিদুল ইসলাম বলেন, সকালে নিজের ট্রলিতে সার নিয়ে মাঠে যাচ্ছিলাম। এ সময় মেয়েও আমার পিছু নেয়। মেয়েকে ট্রলির সামনে বসিয়ে সার নিয়ে মাঠে রওনা দেই। মাঠে যাওয়ার সময় বড় আইল পার হতে গিয়ে ঝাঁকি খেয়ে মেয়ে চাকার নিচে পড়ে যায়। আমি গাড়ি থামিয়ে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুনিরুজ্জামান লিমন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ওসি মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার ও শিশুর বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রবিউল/এএম/আরআইপি