দেশজুড়ে

ফের নৌকার টিকিট পেতে চান ফেনীর ৬ চেয়ারম্যান

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফের নৌকার টিকিট পেতে আশাবাদী জেলার ছয় উপজেলা চেয়ারম্যান। এদের মধ্যে হ্যাটট্রিক চান্সের অপেক্ষায় চারজন। দলের গ্রিন সিগন্যাল পেতে তারা জেলা পর্যায়ের পাশাপাশি হাইকমান্ডেও নানা চেষ্টা-তদবির চালাচ্ছেন। ইতিমধ্যে তারা জেলা আওয়ামী লীগের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলীয় সূত্র জানায়, ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান বিকম। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনেও দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হন জেলা আওয়ামী লীগের এ শীর্ষ নেতা। সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে উপজেলায় ফের মনোনয়ন প্রত্যাশী তিনি।

একইভাবে দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনও একাদশ জাতীয় সংসদে মনোনয়ন চেয়ে বঞ্ছিত হন। এবারের উপজেলা নির্বাচনে দুইবারের এ চেয়ারম্যান আবারও মনোনয়ন পেতে জোর চেষ্টা চালাচ্ছেন।

পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে দৃঢ় আশাবাদী দুইবারের উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার।

সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আবারও মনোনয়ন চান দুইবারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেডএম কামরুল আনাম।

অন্যদিকে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এবং ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম মজুমদার পুনরায় নৌকার মনোনয়ন পেতে জোর চেষ্টা চালাচ্ছেন।

রাশেদুল হাসান/আরএআর/পিআর