নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক কৃষকের ৪০ শতাংশ জমির তামাক ক্ষেত নষ্ট করেছে দুবৃর্ত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আশেক আলী পেনকাটু। তিনি রনচন্ডি ইউনিয়নের ধাইজানপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশেক আলী কিশোরগঞ্জ মৌজায় ৪০ শতাংশ জমিতে তামাক চাষা করেন। আর মাত্র ২০ দিন পর ওই তামাক ক্ষেত থেকে কেটে ঘর করার কথা। কিন্তু পূর্বশক্রতার জেরে রোববার রাতে সমূলে তামাক ক্ষেতটি কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় কৃষক আশেক আলী সোমবার থানায় দুজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেছেন। এরা হলেন- সিটরাজীব দুন্দিপাড়া গ্রামের ছপিয়ার রহমান ও তার স্ত্রী তহমিনা বেগম।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জাহেদুল ইসলাম/আরএআর/এমএস