জেলেদের কাছে তথ্য পেয়ে একটি মাথা ও দুটি চামড়াসহ এক মণ হরিণের মাংস জব্দ করেছেন বরগুনার পাথরঘাটা স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পক্ষীদিয়া চর থেকে বরফে সংরক্ষিত অবস্থায় হরিণের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়।
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড। জব্দকৃত হরিণের মাথা, চামড়া ও মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার সাব লে. জহিরুল ইসলাম বলেন, নিয়মিত টহলের সময় জেলেদের কাছে তথ্য পেয়ে পক্ষীদিয়া চরে অভিযান চালিয়ে বনের মধ্যে একটি জীর্ণ পরিত্যক্ত ঘরে বরফে সংরক্ষিত অবস্থায় হরিণের একটি মাথা, দুটি চামড়া ও ৪০ কেজি মাংস জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে হরিণ শিকারীরা। তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দ করা হরিণের মাথা, মাংস ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম