দেশজুড়ে

লক্ষ্মীপুরে স্কুলছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরে প্রেমের সর্ম্পক নিয়ে বিরোধের জের ধরে আলতাফ হোসেন রুবেল (১৬) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আলাদাদপুরে এ ঘটনা ঘটে। আলতাফ একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ও স্থানীয় মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুবেল আলাদাদপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় মিজি বাড়ির সামনে ৫-৬ মুখোশধারী সন্ত্রাসী তার গতিরোধ করে। এ সময় তাকে কুপিয়ে জখম ও এক পর্যায়ে তাকে মাটিতে শুইয়ে গলাকেটে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে পাশের বাড়ির এক মেয়ের প্রেমের সর্ম্পক নিয়ে বিরোধ রয়েছে।রুবেলের চাচা বেলাল হোসেন জানান, রুবেলের সঙ্গে প্রায় এক বছর ধরে প্রতিবেশির মেয়ের প্রেমের সর্ম্পক চলছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবারের লোকজন রুবেলের ওপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে মেয়ের দুলাভাই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে অভিযুক্ত দেলোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার চিন্ময় সাহা জাগো নিউজকে জানান, রুবেলের গলা ও হাতে জখমের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাজল কায়েস/এসএস/এমএস