সামনে কারা? তার চেয়ে পেছনে কারা সেটা জানার আগ্রহ অনেকের। ফুটবলে বাংলাদেশের পেছনেও থাকতে পারে কেউ? কৌতূহলটা সেখানেই।
বৃহস্পতিবার ফিফা ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। আগের মতো ১৯২। ফিফার ২১১ সদস্যের মধ্যে বাংলাদেশের পেছনে আছে গোটা বিশেক দল।
তবে এশিয়ায় তেমন নেই। এএফসির সদস্য ৪৬ দেশের মধ্যে বাংলাদেশ ৪২তম। একদম শেষের দিকে। পেছনে যারা আছে তাদের দুটি দেশই দক্ষিণ এশিয়ার-পকিস্তান ও শ্রীলঙ্কা। দেশ দুটি আছে ৪৫ ও ৪৬ নম্বরে।
এশিয়ার র্যাংকিংয়ে ভারত আছে ১৮ নভেম্বরে। বাংলাদেশের সামনে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো হচ্ছে ভুটান ৩৯, নেপাল ৩৩, মালদ্বীপ ৩০। কিছুদিন আগে দক্ষিণ এশিয়া থেকে বেরিয়ে মধ্য এশিয়ায় যাওয়া আফগানিস্তানের অবস্থান এশিয়ায় ২৯ নম্বরে।
বঙ্গবন্ধু গোল্ডকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে কোনো পরিবর্তনও হয়নি। র্যাংকিং বাড়াতে বাফুফে কিছু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করছে। আগামী মাসে একটি ম্যাচ আছে কম্বোডিয়ার সঙ্গে। ম্যাচটি হবে ৯ মার্চ কম্বোডিয়ার মাটিতে।
আরআই/এমএমআর/এমকেএইচ