সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার দুপুর ১২টায় ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আতাউল করিম কবির জানান, সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পোঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছে মেরাতম কাজ শুরু করে। পরে ইঞ্জিন ঠিক হলে দুপুর ১২টায় ওই রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়।
নুর মোহাম্মদ/এফএ/এমকেএইচ