পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে বিদ্যুৎস্পৃষ্টে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত রাশিয়ান নাগরিকের নাম জেলেস্কি ভাটজিম (৩৪)। তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। প্রকল্পের গ্রিন সিটির ৩নং ভবনের ১৪ তলায় তিনি বসবাস করতেন।
পুলিশ জানায়, তার ফ্ল্যাটের ডাইনিংয়ের কমন স্পেসের সঙ্গেই বাথরুম। বাথরুমের ফলস ছাদে রাখা গিজার থেকে ডাইনিংয়ের মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য ফলস ছাদের গিজারে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে রাশিয়ান নাগরিককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরএআর/এমএস