শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বর্তমানে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের চিন্তা এই মুহূর্তে সরকারের নেই। তবে বিষয়টি পরে দেখা যাবে।
বুধবার সকালে এসএসসি পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে কোচিং করা হয় সেটি ভিন্ন বিষয়। তবে শিক্ষকরা কোচিং বা বাড়িতে অর্থের বিনিময়ে কোচিং বাণিজ্য করলে তা বন্ধ করা হবে।
পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকদের মনোযোগের যাতে বিঘ্ন না ঘটে সেজন্য পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন- সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
এস এম এরশাদ/এএম/এমএস