দেশজুড়ে

ঠিকমতো পড়াশোনা করতে বলায় স্কুলছাত্রের আত্মহত্যা

নওগাঁর পত্নীতলায় মায়ের ওপর অভিমান করে শাহরিয়ার হাসান সৌরভ (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার নজিপুর পৌরসভার পলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ পলিপাড়া গ্রামের রেজুয়ান নবীর ছেলে এবং পুইয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, ঠিকমতো পড়াশোনা করতো না সৌরভ। এনিয়ে তার মা তাকে বকাঝকা করায় সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন এসে দেখে সৌরভ তার ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আব্বাস আলী/আরএআর/এমকেএইচ