ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক জাদুকরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমান ও তার সহযোগী কামরুল গাজী দেশের বিভিন্ন স্থানে ঘুরে জাদু খেলা দেখান। বিকেলে কৃষ্ণনগর বাজারে তারা জাদু খেলা দেখাচ্ছিলেন। এ সময় অভিনব কায়দায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর